চেংদুর কনস্যুলেট ছাড়লেন মার্কিন কূটনীতিকরা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ জুলাই ২০২০, ০১:০২ পিএম | আপডেট: ২৭ জুলাই ২০২০, ০১:০৪ পিএম

সময়সীমা শেষ হওয়ায় চীনের চেংদুতে অবস্থিত কনস্যুলেট ছেড়েছেন মার্কিন কূটনীতিকরা। গত সপ্তাহে টেক্সাসের হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধের জবাবে মার্কিন কনস্যুলেট বন্ধের সিদ্ধান্ত নেয় চীন। 

বিবিসির খবরে জানানো হয়, প্রয়োজনীয় জিনিসপত্রসহ মার্কিন কর্মকর্তাদের ভবন ছাড়তে দেখা গেছে। ইতোমধ্যে ভবন থেকে যুক্তরাষ্ট্রের পতাকা নামিয়ে ফেলা হয়েছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার পর চীনা কর্মকর্তারা ভবনটি নিজেদের দখলে নিয়েছে।

যুক্তরাষ্ট্রের স্টেট বিভাগের একজন মুখপাত্র জানান, গত ৩৫ বছর ধরে কনস্যুলেটটি আমাদের সাথে পশ্চিম চীন তথা তিব্বতের মানুষের সাথে সম্পর্কের কেন্দ্রবিন্দু ছিল। চীনা কমিউনিস্ট পার্টির সিদ্ধান্তে আমরা হতাশ। তবে চীনে অবস্থিত আমাদের অন্য কনস্যুলেট থেকে সেসব মানুষদের কাছে প্রচার চালিয়ে যাবো।

মার্কিন কনস্যুলেটটি বন্ধের পরপর উৎসাহী স্থানীয়দের ভবনের বাইরে জড়ো হতে দেখা গেছে। তাদের মধ্যে কেউ চীনা পতাকা উড়াচ্ছিলেন, আবার কেউ সেলফি তুলছিলেন।

সোমবার সকালে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিসিটিভি একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে দেখা গেছে, ভবনটির বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে।

১৯৮৫ সালে চেংদুতে স্থাপিত মার্কিন কনস্যুলেট কৌশলগত কারণে খুবই গুরুত্বপূর্ণ। ২০০ কর্মী থাকা কনস্যুলেটটির অবস্থান তিব্বতের খুবই কাছে থাকায় এর গুরুত্ব অনেক বেশি।

এর আগে গত মঙ্গলবার (২১ জুলাই) তথ্য চুরির অভিযোগে টেক্সাসের হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধের নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র।

তখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পম্পেও চীনের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ এনে বলেছিলেন, এর কারণে হাজার হাজার মানুষ চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছে। আমরা চীনা কমিউনিস্ট পার্টির আচরণ পর্যবেক্ষণ করব। তাদের আচরণ উস্কানিমূলক হলে আমরা ব্যবস্থা নেবো।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh