টানা নবমবারের মতো চ্যাম্পিয়ন জুভেন্টাস

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ জুলাই ২০২০, ০৯:৪৪ এএম | আপডেট: ২৭ জুলাই ২০২০, ০৯:০৭ পিএম

টানা নবমবারের মতো ইতালিয়ান সিরি আর শিরোপা জিতলো জুভেন্টাস। রেকর্ড গড়ার দিনে সাম্পোদারিয়াকে ২-০ গোলে হারিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোরা।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে টানা ৯ বার ঘরোয়া শীর্ষ লিগের শিরোপা জেতার কীর্তি আর কোনো ক্লাবের নেই।

রবিবার (২৬ জুলাই) রাতে ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে নামার আগের পাঁচ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছিল মারিজিও সারির শিষ্যরা।

ম্যাচের ৩১তম মিনিটে গোল করেন রোনালদো। ফলে চলতি মৌসুমে তার গোলসংখ্যা ৩১। আর ৬৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেদেরিকো বার্নারদেস্কি। দ্বিতীয়ার্ধের শেষ সময়ে পেনাল্টি পেয়েও ক্রসবারের ওপর দিয়ে মারেন রোনালদো। ফলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।

রেকর্ড ৩৬তম লিগ শিরোপা জিতেছে তুরিনের বুড়িরা। ইউরোপের শীর্ষ লিগে এর চেয়ে বেশি লিগ শিরোপা জেতেনি আর কোনো দল। দ্বিতীয় অবস্থানে থাকা রিয়াল মাদ্রিদ জিতেছে ৩৪টি লিগ শিরোপা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh