যুক্তরাষ্ট্রে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে গ্রেফতার ৪৫

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ জুলাই ২০২০, ০৪:১৮ পিএম

ছবি: এএফপি

ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের সিয়াটলে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ শীর্ষক আন্দোলনে বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে ২১ পুলিশ সদস্য আহত হয়েছেন। ওই সময় ৪৫ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়।

পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, পোর্টল্যান্ড শহরে বর্ণবাদবিরোধী বিক্ষোভকারীদের ওপর ফেডারেল এজেন্টদের চালানো দমন-পীড়নের ঘটনায় নতুন করে ফুঁসে উঠেছিলেন সিয়াটলের আন্দোলনকারীরা।

পুলিশ জানায়, শনিবার বিকেলে সিয়াটলে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করছিলো। তাদের কয়েকজন কিং কাউন্টি জুভেনাইল ডিটেনশন ফ্যাসিলিটি নির্মাণের এলাকায় আগুন ধরিয়ে দেয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে প্রাণঘাতী নয়, এমন অস্ত্রের ব্যবহার করেছে পুলিশ। 

এক টুইটার বার্তায় সিয়াটল পুলিশ লিখেছে, ইস্ট প্রিসিংটে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বিক্ষোভকারীদের ছোড়া ইট, পাথর, মর্টার ও অন্য বিস্ফোরকের আঘাতে ২১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। বেশিরভাগই প্রাথমিক চিকিৎসা নিয়ে কাজে ফিরতে পেরেছেন। তবে হাঁটুতে আঘাতপ্রাপ্ত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh