যুক্তরাষ্ট্রে ৩ চীনা নাগরিক গ্রেফতার

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ জুলাই ২০২০, ১০:৫৬ এএম | আপডেট: ২৪ জুলাই ২০২০, ১১:৫১ এএম

চীনের চার নাগরিকের বিরুদ্ধে ভিসা জালিয়াতির অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে তিনজনকে ইতোমধ্যে গ্রেফতার করেছে গোয়েন্দা সংস্থা এফবিআই।

বিবিসির খবরে জানানো হয়, চতুর্থ ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে এফবিআই।

যুক্তরাষ্ট্রের দাবি, তারা চীনের সশস্ত্র বাহিনী সদস্য হওয়ার বিষয়টি গোপন করে ভিসা জালিয়াতি করেছেন। চতুর্থ ব্যক্তি সান ফ্রান্সিসকোর চীনা কনস্যুলেটে অবস্থান করছে।

এরই মধ্যে এফবিআই যুক্তরাষ্ট্রের ২৫টি শহরে অবস্থানরত চীনা নাগরিকদের জিজ্ঞাসাবাদ করেছে, যাদের চীনা সশস্ত্র বাহিনীর সাথে 'অঘোষিত সংযোগ' রয়েছে।

পাবলিক প্রসিকিউটরদের দাবি, চীন তাদের সেনাবাহিনীর সদস্যদের যুক্তরাষ্ট্রে পাঠানোর পরিকল্পনা করেছে।

জাস্টিস ডিপার্টমেন্টের অ্যাটর্নি জন সি ডিমার্স এক বিবৃতিতে বলেন, সামরিক বাহিনীর সাথে সম্পর্কের বিষয়টি লুকিয়ে চীনের পিপলস লিবারেশন আর্মির সদস্যরা গবেষণা ভিসার জন্য আবেদন করছেন। আমাদের মুক্ত সমাজের সুযোগ নিতে ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ঝুঁকির মুখে ফেলতে চীনের কমিউনিস্ট পার্টির নতুন পরিকল্পনা এটি।

সান ফ্রান্সিসকোর কনস্যুলেটে এক চীনা বিজ্ঞানী আশ্রয় নিয়েছেন ঘোষণা দেয়ার পর গ্রেফতারের ঘটনাটি ঘটলো। এছাড়া গ্রেফতারের একদিন আগে বুদ্ধিবৃত্তিক সম্পদ চুরির অভিযোগে হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধের নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh