চাঁদ দেখা যায়নি, মধ্যপ্রাচ্যে ঈদ ৩১ জুলাই

প্রকাশ: ২১ জুলাই ২০২০, ১১:১৭ এএম

সৌদি আরবের সুপ্রিম কোর্ট ঘোষণা দিয়েছে দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী ৩১ জুলাই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হবে। খবর গালফ নিউজের।

সোমবার (২০ জুলাই) এই ঘোষণা দিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। 

ওই ঘোষণায় বলা হচ্ছে, সোমবার জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল মঙ্গলবার জিলকদ মাস পূর্ণ হবে। জিলহজ মাস শুরু হবে ২১ জুলাই বুধবার থেকে। সেই হিসেবে সৌদি আরবসসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ৩১ জুলাই।

এছাড়া জিলহজ মাসের ৯ তারিখ অর্থাৎ ৩০ জুলাই অনুষ্ঠিত হবে পবিত্র হজ। সেই হিসেব আরবি নতুন বছর শুরু হবে ২৩ আগস্ট থেকে। 

চলতি বছরের ২৯ অক্টোবর মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর শাহাদাৎ বার্ষিকী অর্থাৎ ১২ রবিউল আউয়াল হবে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh