জরিমানা ছাড়া বিদ্যুৎ বিল পরিশোধের সময় বাড়লো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২০, ০৮:৩১ পিএম

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে পাঁচ মাসের বিদ্যুৎ বিল গ্রাহকরা জরিমানা ছাড়াই ৩১ জুলাইয়ের মধ্যে পরিশোধ করতে পারবে। 

তবে এই সুবিধা কেবল আবাসিক গ্রাহকরাই পাবেন। আজ রবিবার (১৯ জুলাই) বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের অনুমতিক্রমে আবাসিক গ্রাহক শ্রেণির (এলটি-এ এবং এমটিএ-১) ক্ষেত্রে ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিলের বিদ্যুৎ বিল পরিশোধে বিলম্ব মাশুল মাফ করা হয়েছে। করোনাকালীন সাধারণ ছুটির সময়ে ব্যাংকিং কার্যক্রম সীমিত থাকায় গ্রাহকরা জরিমানা ছাড়া বিল পরিশোধ করলেও অনেক বিল বকেয়া রয়ে যায়। সেজন্য আবাসিক গ্রাহকের বিল মাস ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের সাথে মে ও জুন যুক্ত করে আগামী ৩১ জুলাই পর্যন্ত বকেয়া বিদ্যুৎ বিল জরিমানা ছাড়াই পরিশোধের সুযোগ দেয়া হয়েছে।

এতে আরো বলা হয়, ওই সময়ে যারা অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন তা সংশ্লিষ্ট বিতরণ কোম্পানি সমন্বয় করছে ও করবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, করোনার কারণে মার্চ এপ্রিলে গড় বিল করায় যদি স্লাব পরিবর্তন হয়ে কোনো গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে বিষয়েও ব্যবস্থা নেয়া হবে। কোনো গ্রাহককে তার ব্যবহারের বাইরে অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে না।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh