স্থুলতার কারণে পালাতে পারেননি সাহেদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২০, ০৯:২৬ এএম

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান প্রতারক শাহেদ করিম বোরকা পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও স্থুলতার কারণে সফল হননি বলে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ।

বুধবার (১৫ জুলাই) সকাল ৮টার দিকে সাতক্ষীরা স্টেডিয়ামে সংক্ষিপ্ত প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ বলেন, ভোরে সীমানা অতিক্রম করে ভারতে যাবার পরিকল্পনা করছিলেন শাহেদ। আর তখনই তাকে ধরা হয়। তার কাছে একটা ম্যাগজিন, একটা পিস্তল, তিন রাউন্ড গুলি ও মোবাইল পাওয়া গেছে। 

তিনি জানান, শাহেদ একটি নৌকায় বোরকা পরে ছিলেন যেন তাকে চেনা না যায়। নদীর পাড়ে ওঠার আগেই তাকে ধরা হয়েছে। তার কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেছে। ঢাকায় ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

আশিক বিল্লাহ বলেন, শাহেদকে আমরা বিভিন্ন জায়গায় অনুসরণ করেই এখান থেকে ধরেছি। তিনি বারবার তার রূপ পরিবর্তন করেছেন। এর আগে তিনি তার সাদা চুল কালো করেছেন। দাড়িগোঁফ ফেলে দিয়েছেন। তবে তিনি সাঁতরিয়ে যেতে পারেননি। তিনি মোটা মানুষ তাই দৌড়াতেও পারেনি। তবে, নৌকার মাঝি সাঁতরিয়ে পালিয়ে গেছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh