করোনা থেকে সুস্থ হলেন মাশরাফি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ জুলাই ২০২০, ১০:১০ পিএম | আপডেট: ১৪ জুলাই ২০২০, ১০:১৮ পিএম

প্রাণঘাতী করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্তজা।  

মঙ্গলবার (১৩ জুলাই) রাতে করোনামুক্তির খবর নিজেই জানিয়েছেন তিনি।

ফেইসবুকে মাশরাফি লিখেন, ‘আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে ও আপনাদের সবার দোয়ায় আমার কনোরাভাইরাস পরীক্ষার ফল এসেছে নেগেটিভ।’

তিনি লেখেন, ‘আজকে রাতেই ফল জানতে পেরেছি। এই পুরো সময়টায় যারা পাশে ছিলেন, দোয়া করেছেন, অনেকে উদ্বিগ্ন ছিলেন ও নানা ভাবে খোঁজ নিয়েছেন বা নেওয়ার চেষ্টা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা।’


মাশরাফি করোনামুক্ত হলেও তার স্ত্রী সুমনা হক সুমির করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে আবার। সে সম্পর্কে তিনি লিখেছেন, ‘শনাক্ত হওয়ার পর দুই সপ্তাহের বেশি পেরিয়ে গেলেও আমার স্ত্রীর করোনাভাইরাস পরীক্ষার ফল এখনো পজিটিভ। তবে সবার দোয়ায় সে ভালো আছে। তার জন্য দোয়া প্রার্থনা করছি।’

আক্রান্তদের উদ্দেশ্যে সাবেক এই অধিনায়ক বলেন, বাসায় থেকে চিকিৎসা নিয়েই আমি সেরে উঠেছি। যারা আক্রান্ত হয়েছেন, সবাই সাহস রাখবেন। আল্লাহর ওপর ভরসা রাখবেন। নিয়ম মেনে চলবেন।’

এছাড়াও তিনি সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ২০ জুন মাশরাফির শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এর ১০ দিন পর দ্বিতীয়বার পরীক্ষা করালে ফের ফল পজিটিভ আসে। তবে আক্রান্ত হওয়ার ২৪ দিনের মাথায় করোনা থেকে মুক্তি মিলে তার। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh