স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বিএনপির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০২০, ০৪:৪৮ পিএম

মহামারি করোনাভাইরাসের মধ্যেও স্বাস্থ্যখাতের অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগ ওঠায় আবারো স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিএনপি। 

করোনা টেস্টের দুর্নীতির সাথে ক্ষমতাসীন দলের লোকেরা জড়িত বলেও এ সময় দাবি করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (১২ জুলাই) জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে করোনা চিকিৎসায় হটলাইন কল সেন্টারের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এ দাবি জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, সরকারের উদাসীনতার কারণে মানুষের স্বাস্থ্যসেবাসহ জীবিকা হুমকির মুখে পড়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশেই মহামারীতে দুর্নীতি করার সুযোগ পেয়েছে রিজেন্ট হাসপাতাল। তাই রিজেন্ট হাসপাতাল কেলেঙ্কারিতে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। 

ফখরুল বলেন, সরকার নির্বাচিত নয় বলেই দেশে প্রতি তাদের কোন দায়বদ্ধতা নেই।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh