রাবির প্রথম ইমেরিটাস অধ্যাপক হোসেন মারা গেছেন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ জুলাই ২০২০, ০৫:৪৩ পিএম | আপডেট: ১১ জুলাই ২০২০, ০৫:৪৪ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম ইমেরিটাস অধ্যাপক এ বি এম হোসেন ( ৮৬)  মারা গেছেন। 

শুক্রবার (১০ জুলাই) রাত ২টায় রাজধানী ঢাকার শ্যালীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার মৃত্যু হয়।

এ খবর নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের অধিকর্তা এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি ফজলুল হক।

তিনি বলেন, উনি বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। তিনি একজন স্বনামধন্য প্রত্নতত্ত্ববিদ ও মধ্যপ্রাচ্য বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন। তার হাত ধরে অনেক শিক্ষার্থী বর্তমানে দেশ ও দেশের বাইরে খ্যাতি অর্জন করেছেন। 

শনিবার বাদ আসর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে। এছাড়া বিভাগের পক্ষ থেকে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তার গায়েবানা জানাজা হয়েছে বলেও জানান তিনি। 

কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলায় ধামতী গ্রামে ১৯৩৪ সালে  জন্মগ্রহণ করেন এ বি এম হোসেন। লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস ও ইসলামিক আর্কিওলজিতে বিএ (সম্মান) ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৬০ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন। ১৯৭২ সালে অধ্যাপক হন। 

তিনি ২০০১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম অধ্যাপক ইমেরিটাস হিসেবে সম্মাননা প্রাপ্ত হন। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh