ভবিষ্যতে চার্জার না-ও দিতে পারে স্যামসাং

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ জুলাই ২০২০, ০৪:১১ পিএম

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং আগামী বছর থেকে ফোনের বক্সে চার্জার না দেয়ার পরিকল্পনা করছে। বিভিন্ন হিসেব নিকেষ করেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। 

এ তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম ইটিনিউজ। 

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা যদি ফোনের সঙ্গে চার্জার না দেয়, তাহলে বিশাল অংকের টাকা বাঁচবে। তাছাড়া ই-বর্জ্য কমবে। 

অনেক ক্রেতার বাসায় একাধিক চার্জার থাকে। অতিরিক্ত চার্জারগুলো অব্যবহৃতই পড়ে থাকে বলেও এমন সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

অনেকের ধারণা, আগামী বছর গ্যালাক্সি এস সিরিজের ফ্ল্যাগশিপ ফোনগুলোর সঙ্গে চার্জার নাও থাকতে পারে। এতে ফোনের বক্সের আকার ছোট হয়ে যাবে। তবে চার্জার না দেয়ার কারণে দাম কমানো হবে কিনা তা সম্পর্কে কিছু জানা যায়নি। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh