লাল সবুজের অক্ষরে

অনিমিক শুভ

প্রকাশ: ১০ জুলাই ২০২০, ০২:০১ পিএম | আপডেট: ১০ জুলাই ২০২০, ০২:০৩ পিএম

স্বাধীনতা তোমাকে আসতেই হতো

তোমার জন্য মূঢ় হয়ে ছিলো ভোরের দোয়েল,

বসন্তের কোকিল, সন্ধ্যার শ্রান্ত বক!

স্বাধীনতা তোমাকে পেতে স্তব্ধ হয়েছে

তিন মিলিয়ন কণ্ঠস্বর

মায়ের, বোনের দেহে পড়েছে লালায়িত

হাতের থাবা

নদীগুলোতে বয়ে গেছে রক্তের নহর!

এই বিপুল ত্যাগ-তিতিক্ষা এড়ানো তোমার

পক্ষে কখনোই সম্ভব ছিলো না

তুমি আমাদের জন্যে অনিবার্য ছিলে।

তাই, স্বাধীনতা তুমি খোদাই হয়ে গেলে

আমাদের বুকে

ষোলোই ডিসেম্বরে

লাল সবুজের অক্ষরে!

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh