কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক-ব্যবস্থাপকদের সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ জুলাই ২০২০, ০৭:০৫ পিএম

বাংলাদেশ কৃষি ব্যাংকের সকল বিভাগীয় মহাব্যবস্থাপক, বিভাগীয় ও আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা, মুখ্য আঞ্চলিক-আঞ্চলিক ব্যবস্থাপক এবং কর্পোরেট শাখা প্রধানগণের সাথে ভার্চুয়াল পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৯ জুলাই) এ সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় প্রধান অতিথি হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী হোসেন প্রধানিয়া। তিনি ২০১৯-২০ অর্থ বছরের সকল ব্যবসায়িক লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জনসমূহ পর্যালোচনা করেন। 

তিনি কভিড-১৯ মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত প্রণোদনা প্যাকেজসমূহের আওতায় ঋণ বিতরণ কার্যক্রম জোড়দার করার জন্য নির্দেশনা দেন। প্রতিটি প্যাকেজের আওতায় নির্ধারিত ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা দৈনিক ভিত্তিতে অর্জনের উপর গুরুত্ব আরোপ করেন। 

এছাড়া, মুজিব শতবার্ষিকী উপলক্ষে অত্র ব্যাংকের ৩০০ কোটি টাকা ঋণ বিতরণ এবং বিআরপিডি-০৫ এর আওতায় সুদ মওকুফ ও ঋণ পুনঃতফসীল কার্যক্রমের সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনা করেন। 

সভায় আরো বক্তব্য রাখেন উপব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম, শিরীন আখতার এবং কাইসুল হক। 

এ সময় ব্যাংকের সকল মহাব্যবস্থাপক, আঞ্চলিক মহাব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।- বিজ্ঞপ্তি 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh