বোতাম

রওশন রুবী

প্রকাশ: ০৯ জুলাই ২০২০, ০৩:২৫ পিএম | আপডেট: ০৯ জুলাই ২০২০, ০৩:৩০ পিএম

ছবি: ছাড়পত্র।

ছবি: ছাড়পত্র।

তোমার একটি বোতাম দিও;

খোঁড়া পায়ের সকল কষ্ট রেখে দিয়ে

সমুদ্রময় সাঁতার দেব, দেবে বলো বোতাম তোমার?

খুদ কুঁড়োতে পেট ভরেছি চালের স্বাদের তফাত নিতাম,

দেবে একটা বোতাম আমায় মেরুন কিংবা নীল জামাটার?

কাঁটাতারের সব বাধাকে নির্দ্বিধাতে লুটিয়ে দেব

রুদ্র সকল ভূমির পরে;


এই আকাশের স্বাধীনতা পাইয়ে দেব

তোমার কাছে রেখে দেব হিমালয়ের একাগ্রতা, দেবে বলো;

একটাই তো চাইছি বোতাম, পরমাণবিক কেন্দ্রগুলো

আটকে দেব বোতাম এঁটে, শান্তিগুলো তোমার আমার

প্রজাপতির বুকের গোলাপ, এই পৃথিবীর তুথ বাগানে

উড়বে দেখো রঙিন মনে, তোমায় দেব নরম জীবন

বোতাম পেলে, দেবে? দেবে তোমার একটি বোতাম?

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh