এমপিওর দাবি অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরামের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০২০, ০৫:৪৩ এএম

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির জনবল কাঠামোতে অন্তর্ভুক্ত করে এমপিও দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরাম। 

গতকাল বুধবার দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবের হলরুমে বিভিন্ন দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির নেতারা। 

এ সময় সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাদিকুর রহমান এতে লিখিত বক্তব্য তুলে ধরেন।

লিখিত বক্তব্যে বলা হয়, আমরা অনার্স-মাস্টার্স শিক্ষকরা সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক শতভাগ বৈধভাবে নিয়োগপ্রাপ্ত হয়ে ১৯৯৩ সাল থেকে এমপিওভুক্ত বেসরকারি কলেজগুলোতে নন-এমপিও শিক্ষক হিসেবে পাঠদান করে আসছি। জাতীয় বিশ্ববিদ্যালয় ও সরকারি বিধিমোতাবেক প্রতিষ্ঠান থেকে শতভাগ বেতন প্রদানের নির্দেশনা থাকলেও কয়েকটি প্রতিষ্ঠিত কলেজ ছাড়া দেশের প্রায় ৩৫০টি কলেজেই তা মানা হয় না। কোনো কোনো কলেজে বেতনের নামে সম্মানী দেওয়া হলেও সেটা মাসের পর মাস বন্ধ রাখা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মো. সাইফুল ইসলাম, আলাউদ্দিন সোহাগ, সৈয়দ কামরুল হাসান লিপু, সুকমল সেন, হারুনর রশিদ, গোলাম মোস্তফা, মাসুম বিল্লাহ প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh