ইতিহাসে ৫ জুলাই: কোথায় কী ঘটেছিলো

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ জুলাই ২০২০, ১২:৩২ এএম

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই। 

ঘটনা
১৬৮৭ - ইংরেজ বিজ্ঞানী এবং আধুনিক বিজ্ঞানের অন্যতম পথিকৃৎ স্যার আইজাক নিউটনের লেখা ফিলোসফিয়া নেচারালিস প্রিন্সিপিয়া ম্যাথেমেটিকা আজকের দিনে প্রকাশিত হয়। 
১৯৬২ - ফ্রান্সের কাছ থেকে আলজেরিয়া স্বাধীনতা লাভ করে।

জন্ম
১৮৫৭ - জার্মানীর কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা, মার্কসবাদী তাত্ত্বিক এবং ‘নারী অধিকার’ আন্দোলনের বিশিষ্ট নেত্রী ক্লারা জেটকিন জন্মগ্রহণ করেন।
১৮৮৯ - ফরাসি ঔপন্যাসিক, নাট্যকার, চিত্রশিল্পী ও চলচ্চিত্র নির্মাতা জঁ ককতো জন্মগ্রহণ করেন। 
১৮৯১ - মার্কিন রসায়নবিদ এবং নোবেল পুরস্কার বিজয়ী জন হাওয়ার্ড নর্থ্রপ জন্মগ্রহণ করেন। 
১৯০১ - প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র প্রযোজক ও কলকাতার নিউ থিয়েটার্সের প্রতিষ্ঠাতা বীরেন্দ্রনাথ সরকার জন্মগ্রহণ করেন। 
১৯৩৬ - মার্কিন অভিনেত্রী শার্লি নাইট জন্মগ্রহণ করেন। 
১৯৮২ - ইতালীয় ফুটবলার আলবের্তো জিলার্দিনো জন্মগ্রহণ করেন। 

মৃত্যু
১৯৬৫ - দরদি চিকিৎসক ও ব্যঙ্গ-সাহিত্যস্রষ্টা বনবিহারী মুখোপাধ্যায় মৃত্যুবরণ করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh