শ্রাবণের দিন

টোকন ঠাকুর

প্রকাশ: ০৪ জুলাই ২০২০, ০৭:২৬ পিএম

উঠোনজুড়ে ধরে রেখেছি শ্রাবণ

মাথার মধ্যে তুমুল পর্যটন;

ঘড়ি নির্মাতা অন্ধ হলেও ধরে রেখেছেন সময়

চোখের মধ্যে ভাইরাল এক ক্ষতবিক্ষত চাঁদও ধরা আছে

মনের মধ্যে ধরা কথার পোকা, কথার কাছে


পাখিও ধরা খাঁচায়

(পাখিকে কে বাঁচায়?)


কত স্বপ্ন ধরা পড়ছে, কত স্বপ্ন

ধরা পড়তে বাকি

নদীর মতো প্রবহমান ভাবনাকে আজ প্রশ্ন রেখেছি- 

ক্যামনে আমি মানুষ ধরে রাখি?


শব্দ ধরা বাক্যে, বাক্যে ধরা

কলেজ ফেরা বিকেলবেলার হাওয়ায়

সন্ধ্যে আসে ও সন্ধ্যে তুই ধরা পড়িসনি

                          স্থানীয় থানায় কিম্বা কোর্টে- 

ইচ্ছে এবং অনিচ্ছের এক সন্ধিক্ষণের ঠোঁটে?


ধরা, বিপুলা বসুন্ধরা

কি আর ধরেন করা?


এর চে খুব ভালো নয় কি ধরতেই না চাওয়া?

যতই বাজুক শঙ্খনাদ, বুকের মধ্যে বাষ্পীভূত

                          ক্লাস-ফেরতা হাওয়া


ধাওয়া দিচ্ছে, ধাওয়া

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh