জবিতে শুরু হচ্ছে অনলাইন ক্লাস

জবি প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২০, ০৯:২৯ পিএম

করোনা মহামারি এখনো নিয়ন্ত্রণে না আসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও (জবি) অনলাইনে ক্লাস নেয়া শুরু করতে যাচ্ছে। 

বৃহস্পতিবার (২ জুলাই) উপাচার্য অধ্যাপক মীজানুর রহমানের সভাপতিত্বে এক অনলাইন সভায় এই সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী এক সপ্তাহের মধ্যে অনলাইনে ক্লাস শুরু হবে। তবে অনলাইনে ক্লাস-অ্যাসাইনমেন্ট নেয়া হলেও কোনো পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত হয়েছে। 

উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বাংলাদেশে প্রথম শনাক্ত হয় ৮ মার্চ। এরপর ধীরে ধীরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে গেলে গত ১৮ মার্চ বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh