নিরাপত্তা বাড়াতে জুমে এলো শতাধিক ফিচার

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ জুলাই ২০২০, ০৪:১৯ পিএম

ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করতে ৯০ দিনের পরিকল্পনায় শতাধিক ফিচার নিয়ে এলো। এ ফিচারগুলো ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত রাখবে। 

শুধু তাই নয়, সেলসফোর্স ডটকমের নিরাপত্তা বিভাগের নির্বাহী কর্মকর্তা জেসন লিকে প্রধান তথ্য নিরাপত্তা কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে জুম।

শুরু থেকেই জুমের বিরুদ্ধে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন উঠেছে। বেশ কয়েকটি প্রতিষ্ঠান জুম ব্যবহারে কড়াকড়ি করেছিলো। কেননা ভিডিও কনফারেন্সে আমন্ত্রিত নন এমন গ্রাহক ঢুকে পড়ার মতো ঘটনাও ঘটেছে জুমে। আর তাই এ বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে ফিচারগুলো নিয়ে এলো জুম। 

প্রতিষ্ঠানটির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, স্বচ্ছতা প্রতিবেদন প্রকাশে লক্ষ্যণীয় উন্নতি করেছে তারা। গ্রাহকের অ্যাকাউন্ট বিষয়ে তথ্য দিতে বিভিন্ন রাষ্ট্রের পক্ষ থেকে যে অনুরোধ এসেছে, সে বিষয়গুলোও রয়েছে স্বচ্ছতা প্রতিবেদনে, বছরের শেষ নাগাদ এই প্রতিবেদন প্রকাশ করবে জুম। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh