করোনা রুখবে যে যন্ত্র

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ জুন ২০২০, ০৫:৩৮ পিএম

যারা স্মার্টফোন ব্যবহার করতে চান না, তাদের জন্য করোনা সংক্রমণ রোধে নতুন এক যন্ত্র এনেছে সিঙ্গাপুর। এর নাম ‘ট্রেসটুগেদার’। 

করোনার বিস্তার রোধে দেশটি ব্লুটুথ দিয়ে ব্যবহারযোগ্য কন্ট্যাক্ট ট্রেসিং ডিভাইস বিতরণ শুরু করেছে। তাদের দাবি এটি করোনার বিস্তার রোধে ভূমিকা রাখবে।- খবর বিবিসির

এই যন্ত্রের মাধ্যমে জানা যাবে অন্য কারো মাধ্যমে ব্যবহারকারী করোনা শনাক্ত হয়েছে কিনা। ব্যক্তির যদি করোনা পজিটিভ শনাক্ত হয়, তাহলে ওই টোকেন থেকে সেই তথ্য ডাউনলোড করা হবে। 

এমনকি কন্ট্যাক্ট ট্রেসিং কর্মকর্তা যন্ত্র ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগ করে তাকে সতর্ক করে দেবে। এভাবেই ডিভাইসটি করোনার বিস্তার ঠেকাবে।

এই যন্ত্র প্রথমে দেয়া হচ্ছে বয়স্কদের। বিশেষ করে যারা করোনার সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছেন, এবং যাদের দেখাশোনা করার মতো কেউ নেই। 

দেশটির সরকার বলেছে এই টোকেনে গ্লোবাল জিপিএস ব্যবস্থা থাকছে না। ফলে আপনি কোন জায়গায় আছেন তা এই টোকেন নির্ধারণ করতে পারবে না। তাই ব্যবহারকারীর লোকেশন কিংবা গুরুত্বপূর্ণ তথ্য হারানোর ভয় নেই। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh