ইতিহাসে ৩০ জুন: কোথায় কী ঘটেছিলো

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ জুন ২০২০, ১২:০৮ এএম

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই।  

জন্ম
১৮১৭ - ব্রিটিশ উদ্ভিদ বিজ্ঞানী এবং অভিযাত্রী জোসেফ ডালটন হুকার জন্মগ্রহণ করেন। 
১৮৯৩ - জার্মান কমিউনিস্ট রাজনীতিবিদ ওয়াল্টার উলব্রিচত জন্মগ্রহণ করেন। 
১৯০৬ - মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক অ্যান্টনি মান জন্মগ্রহণ করেন। 
১৯১১ - পোলীয়-মার্কিনী কবি, লেখক, শিক্ষাবিদ ও অনুবাদক চেসোয়াফ মিওশ জন্মগ্রহণ করেন। 
১৯৩৯ - মেক্সিকোর তরুণ প্রজন্মের শীর্ষসারির কবি, উপন্যাসিক, নাট্যকার, ছোটগল্পকার, অনুবাদক ও প্রাবন্ধিক হোসে এমিলিও পাচেকো জন্মগ্রহণ করেন। 
১৯৪৩ - বাংলাদেশি লেখক, চিন্তক ও ঔপন্যাসিক আহমদ ছফা জন্মগ্রহণ করেন।

মৃত্যু
১৯১৭ - বৃটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য দাদাভাই নওরোজি মৃত্যুবরণ  করেন। 
১৯৫৯ - খ্যাতনামা বাঙালি অভিনেতা ও নাট্যাচার্য শিশিরকুমার ভাদুড়ী মৃত্যুবরণ করেন।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh