২০১০ সালের পর ডিএসইতে সর্বোচ্চ লেনদেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০২০, ০৪:০৬ পিএম

সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রবিবার (২৮ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আড়াই হাজার কোটি টাকার লেনদেন হয়েছে। যা সাড়ে নয় বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন বেড়েছে। 

লেনদেনের এই উল্লম্ফনের পেছনে প্রধান ভূমিকা রেখেছে বহুজাতিক কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইন। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ার কিনে নিতে শুরু করেছে আরেক বহুজাতিক কোম্পানি ইউনিলিভার। এ বিষয়ে গত বৃহস্পতিবার ডিএসইর মাধ্যমে ঘোষণা দেয়া হয়। 

আজ ডিএসইতে দুই হাজার ৫৪৩ কোটি টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে গ্ল্যাক্সোস্মিথক্লাইনেরই ২ হাজার ২২৫ কোটি ৩৮ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গ্লাক্সোস্মিথক্লাইনের পক্ষ থেকে জানানো হয়, গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশের মূল কোম্পানি যুক্তরাজ্যের সেটফার্স্ট লিমিটেড শেয়ার বিক্রির অনুমোদন দিয়েছে। এর অংশ হিসেবে ৩০ কার্যদিবসের মধ্যে তাদের হাতে থাকা ৯৮ লাখ ৭৫ হাজার ১৪৪টি শেয়ার ইউনিলিভারের সহযোগী প্রতিষ্ঠান ওভারসিজ হোল্ডিংস বিভি কিনি নেবে।

ওই ঘোষণার অংশ হিসেবেই আজ ডিএসইর ব্লক মার্কেটে গ্লাক্সোস্মিথক্লাইনের শেয়ার লেনদেন হয়। ব্লকে গ্ল্যাক্সোস্মিথক্লাইনেরই দুই হাজার ২২৫ কোটি ৩৮ লাখ সাত হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯৭৪ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইর শরিয়াহ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ৯২১ ও ১৩৩১ পয়েন্টে অবস্থান করছে। 

ডিএসইতে এ দিন ২ হাজার ৫৪৩ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা ডিএসইতে ৯ বছর ৬ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ডিএসইতে ২০১০ সালের ৬ ডিসেম্বর লেনদেন হয়েছিল ২ হাজার ৭১০ কোটি টাকার। 

ডিএসইতে এ দিন ২৯১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৪৪টি কোম্পানির, কমেছে ১২টির ও অপরিবর্তিত রয়েছে ২৩৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

আজ লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো- বেক্সিমকো ফার্মা, গ্ল্যাক্সোস্মিথক্লাইন, বিএসসিসিএল, ইন্দোবাংলা, স্কয়ার ফার্মা, লিন্ডে বিডি, সিটি ব্যাংক, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, এসিআই ও একমি।

এদিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ২৮৪ পয়েন্টে। 

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৯টির, কমেছে ৯টির ও অপরিবর্তিত রয়েছে ৯৯টি কোম্পানির শেয়ার দর। সিএসইতে ২৫১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৬২ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৯৩ কোটি ৫৯ লাখ টাকার।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh