সব স্টোর স্থায়ীভাবে বন্ধ করে দিচ্ছে মাইক্রোসফট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ জুন ২০২০, ১০:৩১ এএম | আপডেট: ২৮ জুন ২০২০, ১১:৪১ এএম

অনলাইন ছাড়া সব স্টোর স্থায়ীভাবে বন্ধ করে দিচ্ছে মার্কিন প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা ব্যবসায়িক কৌশল পরিবর্তন করছেন, যার জন্যই এসব স্টোর বন্ধ করা হবে। যুক্তরাষ্ট্রে ৭২টিসহ সারা বিশ্বের তাদের মোট ৮৩টি স্টোর রয়েছে।

শুক্রবার (২৬ জুন) সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। করোনা সংক্রমণের কারণে অন্যান্য সংস্থার মতো মাইক্রোসফটও গত মার্চ মাসের শেষের দিকে তাদের সমস্ত স্টোর সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল। এই স্টোরগুলোর দরজা আর কোনো দিন খুলবে না।

সংস্থার ওয়েবসাইটে প্রাপ্ত তথ্যানুসারে, বিশ্বজুড়ে মাইক্রোসফটের মোট ৮৩টি স্টোর আছে। এর মধ্যে শুধুমাত্র আমেরিকাতেই আছে ৭২টি। বাকিগুলো বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই সমস্ত স্টোরে নিজেদের বিভিন্ন ল্যাপটপ এবং হার্ডওয়্যার বিক্রি ও প্রদর্শন করে তারা। মাইক্রোসফটের মতে, বর্তমানে তাদের খুচরা ব্যবসা মূলত অনলাইন নির্ভর হয়ে পড়েছে। যে কারণে ‘রণকৌশল বদলে’ এই সমস্ত স্টোর বন্ধ করে দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছে তারা।

ওয়াশিংটনে প্রতিষ্ঠানের সদর দফতর ছাড়াও নিউইয়র্ক, লন্ডন এবং সিডনিতে হাই-প্রোফাইল মাইক্রোসফট এক্সপিরিয়েন্স সেন্টারে স্টোর আছে। সেগুলো সম্পর্কেও নতুন করে চিন্তাভাবনা শুরু করেছে এই সংস্থাটি।

করোনা সংক্রমণের জেরে বিভিন্ন সংস্থা তাদের ব্যবসার রণকৌশলে আমুল পরিবর্তন এনেছে। এমনকি, বহু সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথে যাচ্ছে। তবে স্টোর বন্ধ হলেও কোনো কর্মীর চাকরি যাবে না বলে আশ্বস্ত করেছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। এই সমস্ত স্টোরে কর্মরত প্রত্যেক কর্মীর বিকল্প কাজের সুযোগ করে দেয়া হবে বলে জানিয়েছে তারা।

স্টোর বন্ধ করার জন্য প্রায় ৪৫০ মিলিয়ন মার্কিন ডলার প্রতি শেয়ারে ৫ সেন্ট করে প্রি-ট্যাক্স চার্জ পড়বে বলে জানিয়েছে মাইক্রোসফট করপোরেশন। আগামী ৩০ জুন শেষ হতে চলা চলতি ত্রৈমাসিকের আর্থিক ফলাফলে চার্জ প্রতিফলিত হতে চলেছে বলে জানিয়েছে তারা।

মাইক্রোসফটের ভাইস প্রেসিডেন্ট ডেভিড পোর্টার বলেন, যেহেতু আমাদের প্রোডাক্টগুলোর পোর্টফোলিও সব ডিজিটালকেন্দ্রিক তাই অনলাইনে আমাদের বিক্রি বেড়েছে। এছাড়াই আমাদের চৌকশ টিম ফিজিক্যাল লোকেশনের বাইরে গিয়েও গ্রাহকদের দারুণভাবে সেবা দেওয়ার বিষয়টি ইতোমধ্যে প্রমাণ করতে পেরেছে।-নিউজ মাইক্রোসফট, টেকনিকা, দ্য ভার্জ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh