ফ্লোরিডায় ফের বন্ধ হচ্ছে অ্যাপলের ১৪ স্টোর

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ জুন ২০২০, ০৭:৩৯ পিএম

করোনায় বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে আবারো বাড়ছে করোনা সংক্রমণ। তাই অ্যাপল ফ্লোরিডায় ফের তাদের ১৪টি বিক্রয় কেন্দ্র বন্ধের ঘোষণা দিয়েছে। 

শুক্রবার থেকে বন্ধ থাকবে বিক্রয় কেন্দ্রগুলো।

এর আগে নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা এবং অ্যারিজোনায় ১১টি বিক্রয় কেন্দ্র বন্ধ করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া গত বুধবার টেক্সাসে সাতটি স্টোর বন্ধের ঘোষণা দেয়। 

যুক্তরাষ্ট্রে মোট অ্যাপলের বন্ধ বিক্রয় কেন্দ্রের সংখ্যা দাঁড়াবে ৩২টি-- খবর সিএনবিসি’র।

প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে উল্লেখ করেছে, “কিছু অঞ্চল যেখানে আমাদের কার্যক্রম রয়েছে, সেখানে বর্তমান কোভিড-১৯ পরিস্থিতির কারণে আমরা সাময়িকভাবে বিক্রয় কেন্দ্র বন্ধ করছি। আমরা যেহেতু পরিস্থিতি নীবিড়ভাবে পর্যবেক্ষণ করছি, সতর্কতার জন্য আমরা এই ব্যবস্থা নিয়েছি।”

উল্লেখ্য, গত মার্চে করোনার প্রাদুর্ভাব শুরু হলে সব বিক্রয়কেন্দ্র বন্ধ করে দেয় অ্যাপল। মে মাসের শেষের দিকে লকডাউন শিথিল থাকে। তাই যুক্তরাষ্ট্রে প্রায় ১০০টি বিক্রয়কেন্দ্র খোলার পরিকল্পনা হাতে নেয় প্রতিষ্ঠানটি। স্বাস্থ্যবিধি মেনে খোলা শুরুও করেছিল। কিন্তু শেষমেষ আবারো বন্ধ করতে হয় দোকানের শাটার।  

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh