ইতিহাসে ২৬ জুন: কোথায় কী ঘটেছিলো

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ জুন ২০২০, ০১:৩৮ এএম

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই। 

ঘটনা
২০০০ - বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার স্থায়ী সদস্যপদ লাভ করে।

জন্ম
১৮৩৮ - উনিশ শতকের বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন। 
১৮৫৬ - প্রখ্যাত আইরিশ লেখক জর্জ বার্নার্ড শ’ জন্মগ্রহণ করেন। 
১৮৮৭ - বাংলা ভাষার অন্যতম কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত জন্মগ্রহণ করেন। 
১৯১২ - ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী জীবন ঘোষাল জন্মগ্রহণ করেন। 
১৯৩৪ - বাংলাদেশি সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক কামাল লোহানী জন্মগ্রহণ করেন।

মৃত্যু
১৮৩৬ - ফরাসি জাতীয় সংগীতের লেখক ক্লদ জোসেফ রুজে দ্য লিল মৃত্যুবরণ করেন। 
১৯৪৩ -  নোবেলজয়ী অষ্ট্রীয় জীববিজ্ঞানী ও চিকিৎসক কার্ল লান্ডষ্টাইনার মৃত্যুবরণ করেন। তিনি ১৯৩০ সালে নোবেল পুরস্কার লাভ করেন। 
১৯৯৪ - বাংলাদেশি লেখিকা ও শহীদ জননী জাহানারা ইমাম মৃত্যুবরণ করেন। 

দিবস
আজ বিশ্ব মাদকমুক্ত দিবস।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh