বুয়েটের নতুন ভিসি সত্য প্রসাদ মজুমদার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২০, ০৫:৫৩ পিএম | আপডেট: ২৬ জুন ২০২০, ০৯:৩০ এএম

ড. সত্য প্রসাদ মজুমদার।

ড. সত্য প্রসাদ মজুমদার।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার। 

বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষামন্ত্রণালয় থেকে তার নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেছেন উপসচিব সৈয়দ আলী রেজা। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিধ্যালয় অধ্যাদেশ অনুসারে অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদারকে বুয়েটের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ করা হলো। উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ হবে চার বছর। 

উপাচার্য পদে তাকে বর্তমান বেতন-ভাতা সুবিধা প্রদান করা হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাস সীমানায় অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর চাইলে যেকোনো সময় তার এ নিয়োগ বাতিল করতে পারেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। 

উল্লেখ্য,  ড. সত্য প্রসাদ মজুমদার বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ছিলেন। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh