কিশোরগঞ্জে সাবরেজিস্ট্রার অফিসে দলিল লেখকদের কর্মবিরতি

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ জুন ২০২০, ০২:৫৫ পিএম | আপডেট: ২১ জুন ২০২০, ০২:৫৭ পিএম

ছবি: কিশোরগঞ্জ প্রতিনিধি

ছবি: কিশোরগঞ্জ প্রতিনিধি

দলিল লেখকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও সাব-রেজিস্ট্রারের প্রত্যাহারের দাবিতে কিশোরগঞ্জে সদর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে টানা দুই সপ্তাহ ধরে দলিল লেখকদের কর্ম বিরতি চলছে।

কর্মবিরতির কারণে উক্ত অফিসের কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সেবা প্রত্যাশী সাধারণ মানুষ। গত ৭ জুন থেকে দলিল লেখকদের এ কর্ম বিরতি শুরু হয়।

পুলিশ ও অন্যান্য সূত্রে জানা যায়, ৬ জুন সদর উপজেলা সাব-রেজিস্ট্রার এম নফিস বিন জমান বাদী হয়ে দলিল লেখক সমিতির সভাপতি মহিউদ্দিন বাবুল ও সাধারণ সম্পাদক ফোরকান উদ্দিন মানিকসহ ১৩ জন দলিল লেখককে আসামি করে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় তিনি ত্রুটিপূর্ণ দলিলে স্বাক্ষর না করার কারণে আসামিদের বিরুদ্ধে তাকে অফিসের ভেতরে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ আনেন।

মামলা দায়েরের প্রতিবাদে এবং সাব-রেজিস্ট্রারকে দুর্নীতিবাজ দাবি করে তাকে প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি পালন শুরু করেন দলিল লেখকরা।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানিয়েছেন, দায়েরকৃত মামলায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh