করোনা উপসর্গ নিয়ে নড়াইলে ২ জনের মৃত্যু

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ২০ জুন ২০২০, ১১:৩৭ এএম

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে নড়াইলের কালিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিমল রায়সহ পুরুলিয়া গ্রামে দুইজনের মৃত্যু হয়েছে। 

এছাড়া জেলায় করোনায় নতুন করে আরো আটজনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় আট চিকিৎসকসহ মোট করোনা রোগীর সংখ্যা হলো ৮১ জন। এর মধ্যে সুস্থ ২৩ জন ও দুইজনের মৃত্যু হয়েছে। 

বিমলের পরিবার জানিয়েছে, জ্বর, শ্বাসকষ্ট, কাশিসহ করোনা উপসর্গ নিয়ে আজ শনিবার (২০ জুন) সকালে বিমল মারা যান। 

এদিকে বিমলের প্রতিবেশী কার্তিক সরকারও (৩৭) করোনা উপসর্গ নিয়ে গতকাল শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন বলে তার পরিবার সূত্রে জানা গেছে।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুদা জানান, পুরুলিয়া গ্রামে মৃত বিমল রায়ের নমুনা সংগ্রহসহ যথাযথ প্রক্রিয়ায় সৎকারের ব্যবস্থা করা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh