ভালো নেই টাঙ্গাইলের বেসরকারি স্কুলের শিক্ষক-কর্মচারিরা

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২০, ০৩:৩৪ পিএম

করোনার পরিস্থিতিতে টাঙ্গাইলের কিন্ডারগার্টেন স্কুলের মালিক শিক্ষক কর্মচারিরা স্কুল বন্ধ হয়ে যাওয়ায় বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। করোনা ভাইরাসের কারণে দেশের চলতি ২০২০ সালের ১৮ মার্চ থেকে সরকারি ঘোষণার মধ্য দিয়ে বন্ধ হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠান।

কিন্ডারগার্টেন স্কুল বন্ধ থাকায় শিক্ষকরা কোচিং কিংবা ব্যক্তিগত প্রাইভেট পড়াতেও পারছেনা, আর্থিক সংকটে পরে মানবেতর জীবন যাপন করছে তারা। কিন্ডারগার্টেনের মালিকরা অর্থ সংকটে পড়ে শিক্ষক-কর্মচারির বেতন বাড়ি ভাড়া বিদ্যুৎ বিল দিতে পারছে না।

শুক্রবার (১৮ জুন) দুপুরে ভিক্টোরিয়া রোডে, টাঙ্গাইল কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর কার্যালয়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা মতবিনিময় সভা করেন।

এ সময় বক্তারা বলেন, কেউ নেই আমাদের পাশে, শিক্ষিত বেকারদের পাশে আমরা দাঁড়িয়ে ছিলাম, আজ তাদের বেতন দিতে পারছি না, আমরা কারো কাছে হাত পাততে পারছি না, প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছি আমরা, তার সহায়তা প্রয়োজন আমাদের।

এ সময় বক্তব্য রাখেন- সংগঠনের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, সম্পাদক খাইরুল বাসার, অর্থ সম্পাদক কবি আবীর আহমেদ, হাতেখড়ি স্কুল এর চেয়ারম্যান সাংবাদিক নওশাদ রানা সানভী প্রমুখ।

উপস্থিত ছিলেন সাইফুল আলম, সাজ্জাদ হোসেন, আসাদ চাকলাদার, সমীর নিয়োগ, কামরুল হাসান, নিশাদ আহমেদ, তারিফুল ইসলাম, হাসান আল মামুন, শহীদুল ইসলাম, নুরুন্নাহার জাকিয়া, আব্বাস আলী, বিভা রানী প্রামানীক, আবুল হাসেম, হাজেরা আক্তার, মাহবুবুর রহমান প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh