কিশোরগঞ্জে নরসুন্দা নদীর জমি দখলের অভিযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২০, ০১:০২ পিএম

কিশোরগঞ্জ শহরের পাট গবেষণা কেন্দ্রের মূল ফটকের সামনের অংশে নরসুন্দা নদীর পাড় ঘেঁষে ১০ শতাংশ জমি রয়েছে। জমিটির বাজারদর প্রায় দেড় কোটি টাকা বলে জানা গেছে। এলাকার প্রভাবশালী ভূমিদস্যু হিসেবে পরিচিত রাকুয়াইল এলাকার মৃত আবদুর রহমানের ছেলে মো. নূরউদ্দিন সাইনবোর্ড ঝুলিয়ে ওই নদীর পাড় দখল করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাইনবোর্ডটি দেখে শহরের সুশীল সমাজের মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে। তারা এই সাইনবোর্ড দ্রুত উচ্ছেদ করার দাবি জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সাইনবোর্ডে লেখা আছে- ‘এই জমি ল্যান্ডসার্ভে ট্রাইব্যুনাল কিশোরগঞ্জ মোকদ্দমা নং ৮৪২৫-২০১৪ এর ডিক্রিমূলে রেকর্ড সংশোধনপূর্বক জমা খারিজ করত: ওয়ারিশ সূত্রে অত্র জমির মালিক ও দখলদার মো. নূরউদ্দিন’। জমির তফসিল বর্ণনাও দেয়া আছে সাইনবোর্ডে।

এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) জানান, নদীপাড়ের জমি এভাবে দখল করা সম্পূর্ণ বেআইনি। যারা এ কাজটি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

কিশোরগঞ্জ সম্মিলিত নাগরিক ফোরামের সভাপতি এনায়েত করিম অমি বলেন, ‘নরসুন্দা লেকসিটি বাস্তবায়নের সময় প্রায় দুই হাজার কোটি টাকার বড় বড় বহুতল স্থাপনা ভেঙে উচ্ছেদ করা হয়। হঠাৎ করে এমন সাইনবোর্ড দেখে শহরের মানুষ হতবাক হয়েছে। আশা করি প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে।’

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ জুন এলাকার প্রভাবশালী কতিপয় যুবককে নিয়ে নূরউদ্দিন সাইনবোর্ড ঝুলিয়ে নদীপাড়ের ওই জমি দখলে নেন। এ সময় তিনি বলেন, কয়েকদিনের মধ্যে তিনি দখলকৃত জমিতে দেয়াল দিয়ে স্থাপনা তৈরি করবেন।

এ ব্যাপারে অভিযুক্ত নূরউদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘উত্তরাধিকার সূত্রে এই জমির মালিক আমি। তাই সাইনবোর্ড দিয়ে জমির দখল নিয়েছি।’

কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ বলেন, ‘নদীপাড়ের ওই জায়গার মালিক হলেও নদীর অংশ হওয়ায় তিনি তা পাবেন না। কারণ এ ব্যাপারে হাইকোর্টসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা রয়েছে। তাছাড়া ওয়াকওয়ে পর্যন্ত জমিটি মূল নদীর অংশ। তাই তার দাবি সম্পূর্ণ বেআইনি।’

কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দুলাল চন্দ্র সূত্রধর বলেন, ‘নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সরেজমিনে গিয়ে এক সপ্তাহের মধ্যে সাইনবোর্ড উচ্ছেদ করে নদীর জমি পুনরুদ্ধারের ব্যবস্থা নেবো।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh