পুরান ঢাকার কেমিকেল গুদামে আগুন, দগ্ধ ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০২০, ০৮:১৫ পিএম

রাজধানীর পুরান ঢাকার রায়সাহেব বাজারের একটি কেমিকেল গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। এতে দুজন দগ্ধ হয়েছে। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (৬ জুন) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল সিকদার এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সকাল ৭টা ৪ মিনিটে কেমিকেল বিস্ফোরণের কারণে গোডাউনে আগুন লাগে। তবে ৪৫ মিটি পর আগুন নির্বাপণ করা হয়। লালচাঁন মুকিম লেনের তিনতলা বাড়ির কেমিকেল গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুজন গুরুতর হত হয়। তাঁদের ঢাকা মেডিকেলের শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক অ্যান্ড বার্ন ইনস্টিটিউটে রাখা হয়েছে। একজনের নাম রকি (২৮)। আরেকজনের পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, সকাল ৭টার দিকে নিচতলায় নিকেলের গোডাউনে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতির ধারণা করা হচ্ছে।

এছাড়া দুপুরে ঢাকার সিদ্দিক বাজারের ৮১/১ নম্বর ভবনে মেঘনা স্যান্ডেল ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আধা ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। একটি কক্ষের পুরো স্যান্ডেল পুড়ে গেছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh