কারাগারে ইউপিডিএফ নেতার মৃত্যু, তদন্ত কমিটি গঠনের দাবি

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২০, ০৭:৩৭ পিএম

খাগড়াছড়ি জেলা কারাগারে ইউপিডিএফের অন্যতম সংগঠক পুলক চাকমার আকস্মিক মৃত্যুর ঘটনাকে রহস্যজনক বলছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। 

বৃহস্পতিবার (৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি সংগঠনটির খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অংগ্য মারমা এই দাবি করেন। 

তিনি মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দাবি জানান।

বিবৃতি বলা হয়, সুঠাম ও বলিষ্ঠ দেহের অধিকারি পুলক চাকমার অকাল মৃত্যু কারা কর্তৃপক্ষের অবহেলা জনিত কারণে হয়ে থাকলে দায়িদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

২০১৮ সালের ৩০ মে  তাকে জেলার লক্ষ্মীছড়ি থেকে গ্রেফতার করে এবং তার উপর বর্বর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে বলে বিবৃতিতে অভিযোগ করা হয়।

এছাড়া তার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় মহামান্য হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পরও ষড়যন্ত্রমূলকভাবে তাকে কারাগারে আটকে রাখা হয় বলে অভিযোগ করা হয়।

প্রসঙ্গত, পুলক চাকমা ইউপিডিএফে যোগদানের আগে পাহাড়ি ছাত্র পরিষদের সাথেও যুক্ত ছিলেন। তিনি পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি নির্বাচিত হন। পার্বত্য চট্টগ্রামে ভূমি বেদখল ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সাহসি ভূমিকা পালন করেছিলেন।

অংগ্য মারমা অবিলম্বে কারাগারে আটক সকল ইউপিডিএফ নেতা, কর্মী ও সমর্থকদের মুক্তি দেয়ার দাবি জানান।

মৃত পুলক চাকমা রাঙামাটির নানিয়াচরে নিহত শক্তিমান চাকমা হত্যাসহ একাধিক হত্যা মামলার আসামি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh