ক্রিকেটে ফিরছে অস্ট্রেলিয়া

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ জুন ২০২০, ০৭:১৯ পিএম | আপডেট: ০৪ জুন ২০২০, ০৭:২০ পিএম

প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলা করে এবার ক্রিকেটে ফিরছে অস্ট্রেলিয়া। তবে আন্তর্জাতিক নয় তাদের প্রত্যাবর্তন হচ্ছে ঘরোয়া ক্রিকেট দিয়ে।

দেশটির ডারউইনে ৬ জুন শুরু হচ্ছে টি-টোয়েন্টি কার্নিভাল। যদিও যেখানে খেলবেন না জাতীয় দলের কেউই।

করোনা পরিস্থিতি বেশ ভালোভারেই সামলেছে নর্দান অস্ট্রেলিয়া। গত ২১ মের পর থেকে কোনো করোনা পজিটিভ পাওয়া যায়নি সেখানে।

তাই ডারউইনে খেলা ফেরাতে আগ্রহী সেখানকার ক্রিকেট ম্যানেজমেন্ট চেয়ারম্যান ল্যাচলান বেয়ার্ড। টপ এন্ড টি-টোয়েন্টি নামের এই টুর্নামেন্টে অংশ নেবে আটটি দল।

শুধু তাই নয়, সুযোগ করে দেয়া হচ্ছে ম্যাচপ্রতি ৫০০ দর্শক প্রবেশেরও। এর বাইরে 'মাইক্রিকেট' মাধ্যমেও সরাসরি দেখানো হবে ম্যাচগুলো।

বল চকচকে করার জন্য ঘাম বা লালা ব্যবহার করা নিষিদ্ধ করা হয়েছে টুর্নামেন্টটে। এমনকি কৃত্রিম কিছুও ব্যবহার করা যাবে না।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh