বরিশালে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২০, ০৬:৪৭ পিএম

ছবি: বরিশাল প্রতিনিধি

ছবি: বরিশাল প্রতিনিধি

বরিশালে বোরো ধান সংগ্রহ কার্যক্রম-২০২০ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১ টায় জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান এই কার্যক্রমের উদ্বোধন করেন।

এর আগে উপজেলা খাদ্য গুদামে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মুনিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, জেলা খাদ্য নিয়ন্ত্রক তাজুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিয়াজ মাহমুদসহ বিভিন্ন অতিথি ও কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় ফিতা কেটে বোরো ধান সংগ্রহ কার্যক্রম-২০২০ এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

এবার বরিশাল সদর উপজেলার ১০ টি ইউনিয়নের ক্ষুদ্র কৃষক ৩৭২ জন, মাঝারী কৃষক ১০৩ জন এবং বড় কৃষক ৭ জনসহ মোট ৪৮২ জন কৃষক দের কাছ থেকে মোট ৫৫৪০০০ কেজি বোরো ধান সংগ্রহ করবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয় বরিশাল।

প্রতিজন কৃষক এর নিকট থেকে ধান সংগ্রহ করা যাবে যেমন ক্ষুদ্র কৃষক এর কাছ থেকে ১ মেট্রিক টন ধান, মাঝারী কৃষক এর কাছ থেকে ১.৬ মেট্রিক টন ধান এবং বড় কৃষক এর কাছ থেকে ২.৪ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে।

প্রতি মন ধান সরকারি ভাবে ১০৪০ টাকা দরে ক্রয় করা হবে, এতে করে প্রতি কেজী ধানের মূল্য হবে ২৬ টাকা করে। এবার বরিশাল জেলায় ৮৮৫৬ মেট্রিক টন বোরো ধান সরকারি ভাবে প্রান্তিক কৃষক দের কাছ থেকে ক্রয় করা হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh