শিক্ষক-শিক্ষার্থীর তথ্য চেয়েছে মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২০, ০৮:০০ পিএম

করোনাভাইরাস পরিস্থিতিতে টেলিভিশনে পাঠদান কার্যক্রম আরো জোরালোভাবে পরিচালনা করতে প্রাথমিকের সব শিক্ষার্থীর তথ্য চেয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একই সাথে প্রাথমিক শিক্ষা অধিদফতরের কাছে শিক্ষক ও অভিভাবকদের তথ্যও চাওয়া হয়েছে।

বুধবার (৩ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি প্রাথমিক শিক্ষা অধিদফতরে পাঠানো হয়েছে।

উপ-সচিব শামীম আরা নাজনীন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, করোনাভাইরাস মহামারির মধ্যে প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য সংসদ টেলিভিশনে প্রতিদিন পাঠদান সম্প্রচার করা হচ্ছে। এই ডিজিটাল পাঠদান কার্যক্রমকে আরো কার্যকরী করে তোলা হবে। এজন্য জেলা শিক্ষা কর্মকর্তা সংশ্লিষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং প্রধান শিক্ষকদের মাধ্যমে মায়েদের মোবাইল নম্বরে যোগাযোগ করে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করে পাঠাতে বলা হয়েছে।

শিক্ষার্থীদের জেলাভিত্তিক তথ্য আগামী ২০ জুনের মধ্যে ই-মেইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে একটি ছক আকারে পাঠাতে বলা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh