চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে নারীসহ ৫ জনের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২০, ০৩:১৫ পিএম

চাঁদপুরের জ্বর-সর্দিসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন এক নারী ও পল্লী চিকিৎসকসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল, মৃত ব্যক্তিদের স্বজন ও দাফনকারী স্বেচ্ছাসেবকদের বরাতে এ তথ্য জানা গেছে।

তারা জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম বাগাদী গ্রামের ভুইয়া বাড়ির পল্লী চিকিৎসক আবু তাহের ভুঁইয়া (৬০), রাত ২টায় সদর উপজেলার কল্যান্দী গ্রামের আব্দুর রাজ্জাক (৭০) ও বুধবার সকালে একই গ্রামের লাকী বেগম (৩৪) মারা যান।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সুজাউদ্দৌলা রুবেল ও কর্তব্যরত চিকিৎসক ডা. মিজানুর রহমান জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হওয়ার পর পল্লী চিকিৎসক আবু তাহের ভুইয়া (৬০) মারা যান। হাসপাতালে ভর্তি হওয়ার পর আব্দুর রাজ্জাক মঙ্গলবার দিবাগত রাত ২টায় মারা যান। বুধবার সকালে একই গ্রামের লাকী বেগম আইসোলেশন ইউনিটে ভর্তি হওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যুবরণ করেন। তাদের সকলেরই করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে ও স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হচ্ছে।

মঙ্গলবার রাত সাড়ে ৮টায় হাজীগঞ্জ উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের বলিয়া গ্রামে মজিবুর রহমান (৭০) এবং বুধবার সকাল সাড়ে ৮টায় একই গ্রামের বাসিন্দা ও হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের (৬০) মৃত্যু হয়েছে।

মজিবুরের ছেলে মনির হোসেন জানান, তার বাবা কয়েকদিন দিন ধরে জ্বর, সর্দি, কাশিসহ আরো নানান রোগে ভুগছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তিনি মার যান। 

আজ বুধবার সকালে একই গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম মারা গেলে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের স্বেচ্ছাসেবক টিম মৃতের নামাজে জানাজা ও দাফনের ব্যবস্থা করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh