শুরু হচ্ছে সিনেমার শুটিং

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ জুন ২০২০, ১০:১০ এএম | আপডেট: ০৩ জুন ২০২০, ১০:১৩ এএম

করোনার কারণে প্রায় আড়াই মাস সিনেমার শুটিং বন্ধ ছিলো। লম্বা সময় বন্ধ থাকার পর সরকার নির্ধারিত সকল স্বাস্থ্যবিধি মেনে শুটিং শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সিনেমাসংশ্লিষ্ট সংগঠনগুলো। 

মঙ্গলবার (২ জুন) চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি ও পরিচালক সমিতির কার্যনির্বাহী সদস্যরা সম্মিলিতভাবে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেন। 

জানা যায়, ৫ জুন (শুক্রবার) থেকে সিনেমার শুটিং, ডাবিং, রেকর্ডিংসহ সব ধরনের কার্যক্রম স্বাভাবিকভাবে চালানোর অনুমতি দেয়া হয়েছে। শুটিং শুরুর আগে ইউনিটের সদস্যদের করোনা টেস্ট করিয়ে নিতে হবে বলেও সিদ্ধান্ত গৃহীত হয়।  

খবরটি নিশ্চিত করেছেন প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু। 

তিনি বলেন, সবকিছু বিবেচনা করে আমরা শুটিং শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। এমনিতেই সিনেমার অনেক ক্ষতি হয়ে গেছে। তাই শুটিং বন্ধ রাখার আর উপায় নাই। তবে যারা শুটিং করবেন তাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে শুটিং করতে হবে। তাছাড়া সকল শিল্পী ও কলাকুশলীদের করোনা টেস্ট করিয়ে এরপর শুটিংয়ে অংশ নিতে হবে।

করোনার কারণে গত ১৯ মার্চ থেকে সিনেমার শুটিং বন্ধ রাখার ঘোষণা দেন সিনেমার সংগঠনগুলো। যার প্রভাব পড়েছে ঈদুল ফিতরেও। এবার প্রথমবারের মতো ঈদে কোনো সিনেমা মুক্তি পায়নি। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh