নাটোরে ৮ বছরের শিশু করোনায় আক্রান্ত

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২০, ১০:০১ পিএম | আপডেট: ০১ জুন ২০২০, ১০:০৩ পিএম

নাটোরে প্রথমবারের মতো ৮ বছর বয়সী এক শিশুর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তার বাড়ি লালপুর উপজেলার উত্তর লালপুরে।

সোমবার (১ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান। 

সিভিল সার্জন জানান, করোনায় আক্রান্ত শিশুটি পরিবারের সাথে গত ২৫ মে ঢাকা থেকে লালপুর গ্রামের বাড়িতে বেড়াতে আসে। পরে শরীরের জ্বর দেখা দিলে ২৮ তারিখে নমুনা সংগ্রহ করা হয়। পরে আজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের করোনা ল্যাবে তার নমুনা পরীক্ষা করা হয়। এরপর করোনা পজিটিভের বিষয়টি সোমবার সন্ধ্যায় সিভিল সার্জন অফিসে প্রথমে ফোনে ও পরে মেইলে নিশ্চিত করা হয়।

ডা. কাজী মিজানুর রহমান আরো জানান, আক্রান্ত শিশুটির সংস্পর্শে যারা এসেছিলেন, তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া আক্রান্ত ব্যক্তির বাড়িটি লকডাউন করা হয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, এ নিয়ে নাটোরে মোট আক্রান্তের সংখ্যা এখন ৫৭ জন। এদের মধ্যে ১০ জন পুরোপুরি সুস্থ হয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh