খাগড়াছড়িতে বিরল প্রজাতির লজ্জাবতী বানর অবমুক্ত

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২০, ১১:২৬ পিএম

ছবি: সাম্প্রতিক দেশকাল

ছবি: সাম্প্রতিক দেশকাল

খাগড়াছড়ির দীঘিনালায় বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন বিভাগ। 

রবিবার (৩১ মে) উপজেলার কবাখালী ইউনিয়নের দক্ষিণ মিলনপুর এলাকার মো. ইউছুব মিয়ার বাড়ি থেকে বানরটি উদ্ধার করে বন বিভাগের মেরুং রেঞ্জ।

পরে বানরটিকে ৩০ নম্বর বড় মেরুং মৌজার গহীন অরণ্যে অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু, মেরুংরেঞ্জ কর্মকর্তা মো. মতিউর রহমান প্রমুখ। 

ফরেস্ট গার্ড ইশারত মোল্লা জানান, রবিবার বিকালে লজ্জাবতী একটি বানর উপজেলার কবাখালী এলাকার স্থানীয় লোকজন আটকে রাখে, এমন খবর পেয়ে রেঞ্জ কর্মকর্তা মো. মতিউর রহমানের নেতৃত্বে বানরটি উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে।

মেরুং রেঞ্জ কর্মকর্তা মো. মতিউর রহমান জানান, ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জিএম মোহাম্মদ কবিরের নির্দেশনায় লজ্জাবতী বানরটি আমরা উদ্ধারের পর গহীন অরণ্যে অবমুক্ত করি। এরা আমাদের দেশে বেশ বিপন্ন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh