দুবাই থেকে ফিরলেন ২৬২ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০২০, ০৭:৪০ পিএম

দুবাইতে আটকে থাকা ২৬২ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তারা ভোর ৪টা ৩০ মিনিটের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

রবিবার (৩১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বিমানের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) তাহেরা খন্দকার জানান, বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে দুবাই থেকে ভোর ৪টা ৩০ মিনিটে ২৬২ নাগরিক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

বিমান সূত্রে জানা গেছে, গত ২ মে ভারতের দিল্লিতে আটকেপড়া ১৫১ বাংলাদেশি নাগরিক বাংলাদেশ বিমানে করে দেশে ফেরেন। ৩ মে সন্ধ্যায় মুম্বাই থেকে আসেন ১৫২ জন, একই দিন বিকেলে কলকাতা থেকে আসেন ৫৯ জন। ৫ মে বিকেলে দিল্লি থেকে আসেন ১৩০ জন। ১২ মে মুম্বাই থেকে আসেন ৮৮ জন। ১৬ মে মালদ্বীপ থেকে বাংলাদেশ বিমানে করে আসেন ৩৫৩ এবং ২২ মে ভারতের কলকাতা থেকে বাংলাদেশে আসেন ৭৪ বাংলাদেশি নাগরিক। 

উল্লেখ্য, বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট সোমবার থেকে সীমিত পরিসরে চালু হলেও আন্তর্জাতিক ফ্লাইট ১৫ জুনের আগে চালু হচ্ছে না।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh