জিপিএ-৫ পেয়েছে ১,৩৫,৮৯৮ জন

এবারো পাসের হারে শীর্ষে রাজশাহী, জিপিএ-৫ এ ঢাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০২০, ০২:২২ পিএম | আপডেট: ৩১ মে ২০২০, ০২:২৫ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

এসএসসি ও সমমান পরীক্ষায় টানা অষ্টমবার পাসের হারে শীর্ষস্থান ধরে রেখেছে রাজশাহী বোর্ড। এবারো পাসের হারে শীর্ষে তারা। 

তবে জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় এবারো শীর্ষে অবস্থান করছে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা।

আজ রবিবার (৩১) সকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করেন। 

নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ এবার সার্বিক পাসের হার ৮২.৮৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৩৫ হাজার ৮৯৮ জন।

এবার রাজশাহী বোর্ডে সবচেয়ে বেশি ৯০ দশমিক ৩৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। সব থেকে কম পাস সিলেট বোর্ডে, ৭৮ দশমিক ৭৯ শতাংশ।

গত বছর রাজশাহীতে পাসের হার ছিল ৯১.৬৪ শতাংশ। রাজশাহী বোর্ড থেকে এবার ২ লাখ ১৮৫ জন শিক্ষার্থী এসএসসিতে অংশ নিয়েছিল। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৮০ হাজার ৯০২ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পাওয়ায় দ্বিতীয় স্থানে আছে রাজশাহী, ২৬ হাজার ১৬৭ জন। 

জিপিএ‘র এই তালিকায় শীর্ষে ঢাকা বোর্ড, ৩৬ হাজার ৪৭ জন। ঢাকা বোর্ডে পাসের হার ৮২.৬৪ শতাংশ।

এছাড়া যশোর বোর্ডে পাসের হার ৮৭.৩১, জিপিএ-৫: ১৩ হাজার ৭৬৪ জন। 

কুমিল্লা বোর্ডে পাসের হার ৮৫.২২ শতাংশ, জিপিএ-৫: ১০ হাজার ২৪৫ জন। 

বরিশাল বোর্ডে পাসের হার ৭৯.৭০ শতাংশ, জিপিএ-৫: ৪ হাজার ৪৮৩ জন। 

দিনাজপুর বোর্ডে পাসের হার ৮২.৭৩ শতাংশ, জিপিএ-৫: ১২ হাজার, ৮৬ জন।

ময়মনসিংহ বোর্ডে ৮০.১৩ শতাংশ, জিপিএ-৫: ৭ হাজার ৪৩৪ জন। 

চট্টগ্রাম বোর্ডে ৮৪.৭৫ শতাংশ, জিপিএ-৫: ৯ হাজার ৮ জন। 

সিলেট বোর্ডে পাসের হার ৭৮.৭৯ শতাংশ, জিপিএ-৫: ৪ হাজার ২৬৩ জন।

মাদ্রাসায় পাসের হার ৮২.৫১ শতাংশ এবং কারিগরি বোর্ডে পাসের হার ৭২.৭ শতাংশ পাস করেছে।

এক নজরে শিক্ষা বোর্ড, পাশের হার ও জিপিএ ৫


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh