বড়াইগ্রামে খাদ্যবান্ধব কর্মসূচির পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২০, ০৬:৩১ পিএম

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার নাগরিকদের জন্য সরকারের বিশেষ খাদ্য বান্ধব কর্মসূচি (ওএমএস) সংক্রান্ত এক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ মে) সকালে বনপাড়া পৌর মিলনায়তনে অনুষ্ঠিত এই পরিকল্পনা সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র কেএম জাকির হোসেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর সচিব আব্দুল হাই,  বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সভায় ১০ টাকা কেজি দরে জনপ্রতি ২০ কেজি করে চাল বিতরণের জন্য তৃতীয় ধাপের ১ হাজার ৮শত জন সুবিধাভোগীর নাম নির্বাচনের পরিকল্পনা করা হয়। এর আগের দুইটি ধাপে দুই হাজার চারশত জনের মধ্যে এই সুবিধা চলমান রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh