মাদারীপুরে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২০, ০৩:০৪ পিএম

মাদারীপুর সদর হাসপাতালের আইসলোশনে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ঢাকা ফেরত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ মে) দুপুরে মারা গেছেন বলে জানিয়েছেন আবাসিক মেডিকেল অফিসার ডা. অখিল সরকার।

মারা যাওয়া রোগীর নাম তাজিমুল (৩৫) সদর উপজেলার দুধখালী ইউনিয়নের হাসউদী গ্রামের বাসিন্দা।

সদর হাসপাতালের ডা. অখিল সরকার জানিয়েছেন, করোনা উপসর্গ নিয়ে ঈদের আগে তাজিমুল ঢাকার যাত্রাবাড়ি থেকে জ্বর কাশি নিয়ে মাদারীপুরে আসেন এবং আরো বেশি অসুস্থবোধ করলে বৃহস্পতিবার সকালে মাদারীপুর সদর হাসপাতালের আইসলোশনে রাখা হয়। এবং শুক্রবার দুপুরে সে মারা যায়।

মাদারীপুর সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম জানিয়েছেন, মারা যাওয়া রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। এখনো করোনা সে পজিটিভ নাকি নেগেটিভ সেটি নিশ্চিত হওয়া যায়নি। তার করোনা উপসর্গ ছিলো বলে আইসলোশনে ভর্তি করা হয়েছিলো।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh