করোনায় আক্রান্ত সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২০, ১১:২২ পিএম

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শরীফ আহমেদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী আসাদ উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বিকেলে নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। করোনায় আক্রান্ত আইনজীবী শরীফ আহমেদ এখন শারীরিকভাবে সুস্থ আছেন।

এর আগে আইনজীবী শরীফ আহমেদ তার নিজের ফেসবুক পোস্টে বলেন, তিনি নিজে এখন পর্যন্ত মানসিক ও শারীরিকভাবে ভালো আছেন। কিন্তু তার স্ত্রী ও দুই সন্তান কিছুটা অসুস্থ।

এর আগে ঢাকা বারের একজন আইনজীবী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া হাইকোর্টের আইনজীবী দম্পতি, অপর আইনজীবী তিতাস হিল্লোল রেমা করোনা থেকে সুস্থ হয়েছেন। এদিকে খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুর রেজ্জাক খান করোনায় আক্রান্ত হয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh