বেহাল রাস্তায় ট্রাক উল্টে ৭০০ হাঁসের প্রাণহানি

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২০, ০৭:৩০ পিএম

ছবি: নাটোর প্রতিনিধি

ছবি: নাটোর প্রতিনিধি

আমফানের প্রভাবে পর গত কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে নাটোরে। বৃষ্টির কারণে বিভিন্ন রাস্তায় পানি জমেছে। পানি জমে কিছু কিছু জায়গায় তৈরী হয়েছে গর্ত। এমন এক বেহাল রাস্তায় ট্রাক উল্টে অন্তত ৭০০ হাঁসের প্রাণহানি ঘটেছে। পথে বসার উপক্রম হয়েছে হাঁস মালিক শহরবাড়ীর গ্রামের উজ্জ্বল হোসেনের।

উজ্জ্বল হোসেন জানান, বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে তাড়াশের রানীরহাট থেকে সিংড়া উপজেলার দূর্গাপুর বাজারে যাওয়ার উদ্দেশ্যে একটি ট্রাকে ১৬০০ হাঁস নিয়ে রওনা দেয়। পথে রানীরহাট থেকে দূর্গাপুর সড়কে ট্রাকটি গর্তে পড়ে উল্টে যায়। এ সময় ট্রাকের চাপা পড়ে ৭০০ হাঁসের প্রাণহানি ঘটে। প্রতিটি হাঁসের মূল্য ৪০০টাকা। এতে প্রায় প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

খামারি উজ্জ্বল বলেন, গত দুই সপ্তাহ আগে তাড়াশ থেকে ১৬’শ হাঁস গড়ে প্রতি পিচ ৪শত টাকা করে কিনেছিলাম। ইতিমধ্যে হাঁসগুলো ডিম দিতে শুরু করেছিলো। ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা শুরু করেছিলাম কিন্তু আমি এখন নিঃস্ব হয়ে গেলাম।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh