করোনায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২০, ০৯:১৮ এএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আশরাফ আলী (৬০) নামে বাংলাদেশ ব্যাংকের এক যুগ্ম ব্যবস্থাপকের মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার (২৭ মে) মধ্যরাতে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাসপাতালের কন্ট্রোল রুম ইনচার্জ ও পিআরও তারিক শিবলী আজ বৃহস্পতিবার (২৮ মে) ভোররাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের এ কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন।

কভিড-১৯ আক্রান্ত হয়ে এই প্রথম বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তা মারা গেলেন। এর আগে করোনায় আক্রান্ত হয়ে অন্যান্য তফসিলি ব্যাংকের সাতজন কর্মকর্তা মারা যান।

পাশাপাশি প্রায় এখন পর্যন্ত প্রায় ৬০ জন ব্যাংকার প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন। বিভিন্ন ব্যাংক ও সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh