মাদারীপুরে পিপিই, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২০, ০১:৪৫ পিএম | আপডেট: ২৭ মে ২০২০, ০১:৪৬ পিএম

মাদারীপুরের কালকিনি উপজেলার ধীরেন্দ্র নাথ হালদার ও বীনা রানী হালদার প্রতিষ্ঠিত নবগ্রাম জনকল্যাণ সেবাশ্রম ট্রাষ্টের উদ্যোগে দুই শতাধিক ভ্যান, অটো, মোটরসাইকেল চালকসহ চিকিৎসা সেবা প্রদানকারিদের মাঝে করোনভাইরাস প্রতিরোধ সামগ্রী (পিপিই, মাক্স, গেঞ্জি, টুপি, হ্যান্ড স্যানিটাইজার) ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ মে) সকালে নবগ্রাম জনকল্যাণ সেবাশ্রম ট্রাষ্ট কার্যালয় থেকে বিতরণ করা হয়।

করোনাভাইরাসে কেউ আক্রান্ত হয়ে মারা গেলে তাদের সৎকারের উদ্দেশ্যে একটি স্বেচ্ছাসেবী টিমও এ সময় গঠন করা হয়।

নবগ্রাম জনকল্যাণ সেবাশ্রম ট্রাস্টের পরিচালনাকারি কমিটির সভাপতি বীমল হালদারের সভাপতিত্বে এবং পরিচালক প্রবিন হালদার ও প্রকাশ হালদারের সার্বিক পরিচালনায় এস ময় প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসান দোদুল।

বিশেষ অতিথি ছিলেন- নবগ্রাম এলাকার ইউপি চেয়ারম্যান বিভূতি ভূষণ বাড়ৈ, সাবেক ইউপি চেয়ারম্যান পুলিন বিহারি সরকার, নবগ্রাম জনকল্যাণ সেবাশ্রম ট্রাস্টের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দেবাশিষ মন্ডল, নবগ্রাম কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক দুলাল ঢালী, যুগ্ম-সাধারণ সম্পাদক সুশিল বিশ্বাস প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh