বোলারদের জন্য মিসবাহর অদ্ভুত প্রস্তাব

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ মে ২০২০, ০৮:২১ পিএম

করোনাভাইরাসের কারণে ক্রিকেটের নিয়মই বদলে দিচ্ছে আইসিসি। বোলিংয়ের সময় আর থুতু ব্যবহার করা যাবে না। আইসিসির ক্রিকেট কমিটি এরই মধ্যে তাদের সুপারিশমালা কার্যনির্বাহী কমিটির কাছে পাঠিয়ে দিয়েছে। খুব দ্রুতই তা পাশ হয়ে যাবে।

মুখের লালা কিংবা শরীরের ঘামের ব্যবহার বোলারদের দীর্ঘদিনের অভ্যাস। এ কারণে, করোনাভাইরাস থেকে বাঁচতে পাকিস্তানের বর্তমান কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ-উল হক এক অদ্ভুত প্রস্তাব দিয়েছেন।

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বোলারদের মাস্ক পরে খেলার প্রস্তাব দিলেন বর্তমান পাকিস্তান কোচ মিসবাহ-উল হক।

তার প্রস্তাব, এত দিনের অভ্যাস হঠাৎ করে বন্ধ করা সম্ভব নয়। অনিচ্ছাকৃতই হয়তো থুতুর ব্যবহার করে ফেলবে কেউ কেউ। তা বন্ধ করার একটি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে।

সঙ্গে যোগ করেন, তাই বোলিংয়ের সময় মাস্ক ব্যবহার করুক বোলাররা। এতে করে হয়তো থুতু ব্যবহার করার সম্ভাবনা আর থাকবেই না।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh