করোনার উপসর্গ নিয়ে কারাতে কোচ জুয়েলের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ মে ২০২০, ০৮:১৯ পিএম

বাংলাদেশ কারাতে ফেডারেশনের সদস্য, বাংলাদেশ আনসারের কোচ ও আন্তর্জাতিক কারাতে জাজ হুমায়ুন কবির জুয়েল (৫২) করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

মঙ্গলবার (২৬ মে) সকাল ৮টার দিকে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্য শৈ হ্লা বলেন, আগেরদিন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শারিরীক অসুস্থতার কারণে তার করোনা পরীক্ষা করা হয়েছিল। তবে তখন রেজাল্ট নেগেটিভ এসেছিল। অবস্থার অবনতি হলে আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু তাকে বাঁচানো গেলো না। সকাল ৮টার দিকে ইন্তেকাল করেছেন জুয়েল।

কারাতে রেফারি অ্যাসোসিয়েশনের কো-চেয়ারম্যান ও এশিয়ান কারাতে ফেডারেশনের রেফারি জুয়েলের মৃত্যুতে বাংলাদেশ আনসারের মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ ও বাংলাদেশ কারাতে ফেডারেশন গভীর শোক প্রকাশ করেছেন।

হুমায়ুন কবির আনসার ব্যাটালিয়নের কালাপুর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার সংযুক্ত প্রশিক্ষণ ক্রীড়া শাখায় কর্মরত ছিলেন। তিনি চাকরির শুরু থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কারাতে দলের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন।

এছাড়াও তিনি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের বেশ ক’টি কারাতে কমিটির গুরুত্বপূর্ণ পদে ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh