১৩ জুন থেকে মাঠে ফিরছে টেনিস

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ মে ২০২০, ০৫:০২ পিএম

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে টেনিস খেলা বন্ধ থাকার পর ১৩ জুন থেকে মাঠে ফিরছে টেনিস টুর্নামেন্ট।

৮ খেলোয়াড়কে নিয়ে টেনিস টুর্নামেন্ট আয়োজন করার ঘোষণা দিয়েছেন ১৭ গ্র্যান্ডস্ল্যাম জয়ী টেনিসের তারকা খেলোয়াড় নোভাক জোকোভিচ।

জোকোভিচের সাথে এই টুর্নামেন্টে অংশ নেবেন বিশ্বের তিন নম্বর বাছাই ডোমিনিক থিয়েম, অ্যাকেজান্ডার জাভরেভ, গ্রিগর দিমিত্রভ, ডেভিস কাপে জোকোভিচের সতীর্থ ভিক্টোর ট্রোইস্কি ও দামির জুমহুর। ১৩ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি।

টুর্নামেন্টটি জোকোভিচের দেশ সার্বিয়া ছাড়াও ক্রোয়েশিয়া, মন্টেনেগ্রো আর বসনিয়ায় হবে আসরটি। করোনা প্রাদুর্ভাবের কারণে লকডাউনের পর এটিই টেনিসের প্রথম কোন আসর। তবে মাঠে দর্শক উপস্থিত থাকতে পারবে কিনা তা নির্ভর করছে উক্ত দেশে করোনার তখনকার সর্বশেষ পরিস্থিতি কেমন থাকবে তার উপর।

টুর্নামেন্ট আয়োজন নিয়ে নোভাক জোকোভিচ বলেন, আমি খুবই আনন্দিত। কোর্টে ফিরতে আমার উত্তেজনা ধরে রাখতে পারছি না। টেনিস প্রেমীদের সামনে আবারো খেলা ফিরিয়ে আনতে পেরে খুব ভালো লাগছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh